শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

জামালপুর তৃতীয় লিঙ্গের অধিকার প্রেক্ষাপট আলোচনা 

জামালপুর প্রতিনিধি 

জামালপুর তৃতীয় লিঙ্গের অধিকার প্রেক্ষাপট আলোচনা 

জেন্ডার বৈচিত্র্য জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি ও নাগরিক অধিকার প্রাপ্তিতে সংলাপ বিষয়ে জামালপুরে ব্র্যাকের উদ্যোগে তৃতীয় লিঙ্গের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদের  হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তৃতীয় লিঙ্গদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

তৃতীয় লিঙ্গদের  উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, ওসি তদন্ত নূর মোহাম্মদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জুলেখা খানম, জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসরিন সুলতানা, মেডিকেল অফিসার রুখশাত শাহরীন রুথী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মো. জিল্লুর রহমান ও জামালপুর ব্র্যাক সমন্বয়কারী মুনীর হুসাইন খান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিপুল মিয়া। 

টিএইচ